বাংলা বিভাগে ফিরে যান

স্কাইওয়াক নিয়ে বাঙালিদের তীব্র প্রতিক্রিয়ায় পিছু হটল মোদী সরকার

জানুয়ারি 16, 2024 | < 1 min read

নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে তাঁর শরীরে রক্ত থাকতে তিনি রেলকে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেবেননা। দক্ষিণেশ্বরে মেট্রো রেলের ভায়াডাক্ট বানানোর জন্য স্কাইওয়াকের এন্টি-এক্সিট গেট সরাতে বলেছে রেল। সেই প্রস্তাব এক বাক্যে খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেট্রোকে ভিন্ন রুট তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।মমতা জানিয়েছেন, হকারদের অনেক কষ্টে পুনর্বাসন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের মর্জিমাফিক কখনো দক্ষিণেশ্বর, কখনো নাখোদা মসজিদ ভেঙে ফেলতে দেওয়া যাবেনা বলেই তিনি জানিয়েছেন। আবার এই প্রসঙ্গেই অভিনেতা দেব তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন ‘দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে লাইন প্রসারিত করার জন্য দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভেঙে ফেলতে হবে এই সিদ্ধান্ত ঠিক নয়। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি স্বপ্নের প্রকল্প। পবিত্র দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসা ভক্তদের নিরাপত্তা এবং সুবিধার জন্য এই স্কাইওয়াক করা হয়েছে৷ এই স্কাইওয়াকের কাঠামোতে যে কোনো হস্তক্ষেপ বাংলার ওপর নির্লজ্জ আক্রমণ হিসেবে বিবেচিত হবে। আমরা আমাদের সাংস্কৃতিক বিষয়ে এমন অবহেলা সহ্য করব না! মুখ্যমন্ত্রীর হুঙ্কারের পরই পিছু হটল রেল! ‘স্কাইওয়াক ভাঙার কথা গুজব’, দাবি রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রর। তিনি বলেছেন “মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে রেলের কোনও বক্তব্য নেই। তবে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙা হবে সেকথা রেল কখনও বলেনি। এটা একটা গুজব ছড়িয়েছে।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare