বাংলা বিভাগে ফিরে যান

ময়নাতদন্ত বাধ্যতামূলক, দায়িত্ব কর্তব্যরত চিকিৎসকের

জানুয়ারি 11, 2024 | < 1 min read

হাসপাতালে যাওয়ার পথে রোগীর মৃত্যু হলে বা মৃত অবস্থায় কাউকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ময়নাতদন্ত করাতেই হবে। কর্তব্যরত চিকিৎসক পুলিসকে জানানোর পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তে পাঠাবে। ৯ জানুয়ারি এই সংক্রান্ত একটি নতুন গাইডলাইন জারি করেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। এর কপি রাজ্যের সব জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।

এতদিন আইন থাকলেও, রোগীর আত্মীয়রা প্রিয়জনের দেহে কাঁটাছেঁড়া এড়াতে হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে যেতেন। তারপর স্থানীয় কোনও ডাক্তারের কাছ থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে সৎকার সেরে ফেলা হতো। এবার এই প্রবণতা বন্ধ করতে উদ্যোগী হল রাজ্য সরকার।

পুলিস প্রশাসন বলছেন, ময়নাতদন্ত এড়ানোর এই প্রবণতা সত্যি বিপজ্জনক। এর সুযোগ নিতে পারে অপরাধীরা। তাই নতুন গাইড লাইনে পুলিসকে খবর দেওয়া এবং দেহ ময়নাতদন্তে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে চিকিৎসকদের। এই দায়িত্ব পালন না-করলে, শাস্তির মুখে পড়তে পারেন চিকিৎসকরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare