লাক্ষাদ্বীপ-মালদ্বীপ বিবাদের মূলে কে?
জানুয়ারি 11, 2024 < 1 min read
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে যাওয়ার পরেই মালদ্বীপের কিছু মন্ত্রী তাকে নিয়ে কটু কথা বলেন। তারপরেই মালদ্বীপের বুকিং বাতিল করে ভারতীয়রা লাক্ষাদ্বীপে বেড়াতে যাওয়ার কথা বলেন। কিন্তু এই বিবাদের পেছনে আসলে কে?
বিহারের এক যুবক রওশন সিনহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের একটি ভিডিয়ো শেয়ার করে মালদ্বীপের সরকারকে “পুতুল সরকার” বলে কটাক্ষ করেন, যাতে রেগে জ্বলে ওঠেন সেই দেশের কিছু মন্ত্রী। মলদ্বীপ সরকারের চিনের প্রতি ঝুঁকে থাকার নীতিরও সমালোচনা করেন তিনি।
এরপরেই মালদ্বীপের তিন মন্ত্রী মোদিকে “জোকার” ইত্যাদি বলে কটাক্ষ করেন, যার পরেই অপসারিত করা হয় তাঁদের। রওশন এও দাবি করেন যে মালদ্বীপের বিরোধী দলনেতা ভারতপন্থী। এতেই পরে আগুনে ঘৃতাহুতি।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...