কলকাতা বিভাগে ফিরে যান

রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’

জানুয়ারি 1, 2024 | < 1 min read

Image – ABP

রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’।রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীনির্দেশিকা দিয়ে জানিয়ে দিলেন। পাশাপাশি, প্রতি বছর পয়লা বৈশাখ ‘শ্রদ্ধা এবং মর্যাদা’-র সঙ্গে ‘রাজ্য দিবস’ পালনের কথাও ঘোষণা করা হয়েছে। মুখ্য সচিবের নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যের গরিমা, সংস্কৃতি, ঐতিহ্যের কথা মাথায় রেখে দীর্ঘ দিন ধরেই ‘রাজ্য দিবস’ এবং ‘রাজ্য সঙ্গীত’-এর প্রয়োজন ছিল। পয়লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ ঘোষণা করা হয়েছে, যাকে বলা হবে ‘বাংলা দিবস’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’ ‘রাজ্য সঙ্গীত’ হিসেবে ঘোষণা করা হয়েছে।রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে এক মিনিট ৫৯ সেকেন্ড ধরে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’। অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত। মুখ্যসচিবের নির্দেশিকায় জানানো হয়েছে ‘রাজ্য সঙ্গীত’-এর সময় উঠে দাঁড়াতে হবে সকলকে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লালবাজারে কর্তাদের ডিপিতে ‘সত্যমেব জয়তে’
FacebookWhatsAppEmailShare
চতুর্থীর জনজোয়ারকে হার মানাল পঞ্চমীর রাত
FacebookWhatsAppEmailShare
পুজোর সময় মিছিল নিয়ে বিরক্ত শহরবাসী
FacebookWhatsAppEmailShare