খবর বিভাগে ফিরে যান

২০২৩-এর বিতর্কিত ঘটনাসমূহ

ডিসেম্বর 31, 2023 | 2 min read

২০২৩ বয়ে এনেছে একের পর এক বিতর্ক। নিউজনাও সেই সকল বিতর্কের সারসংক্ষেপ আপনাদের জন্য তুলে ধরছে।

• কংগ্রেসের রাহুল গান্ধী ও তৃণমূলের মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিল করে দেওয়া হয়। রাহুলকে ‘মোদি পদবী’ মামলায় এবং মহুয়াকে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগে অভিযুক্ত করে সংসদ থেকে বের করে দেয় কেন্দ্রীয় সরকার। রাহুলকে অবশ্য বাধ্য হয়ে ফিরিয়ে দিতে হয়েছে পদ। মহুয়ার মামলা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন।

• ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়া। অভিযোগ ওঠে যে ব্রিজ ভূষণ মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানি করেছেন। দিল্লি পুলিশ আক্রমণ করে বিক্ষোভরত কুস্তিগীরদের। সম্প্রতি ব্রিজ ভূষণের নিকটস্থ সঞ্জয় সিং কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খেলা থেকে অবসর ঘোষণা করেন সাক্ষী।

• মার্কিন শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টে বিদ্ধ হয়ে স্টকের দাম মাটিতে গিয়ে ঠেকে আদানি গোষ্ঠীর। মোদি জমানায় আদানি গোষ্ঠীর উত্থানে বড়সড় দুর্নীতির ইঙ্গিত দেয় ওই সংস্থা। সংসদে এই নিয়ে বড় বিক্ষোভ দেখায় বিরোধীরা।

• ১৩ই ডিসেম্বর লোকসভার কক্ষে হানা দিয়ে রঙের বোমা ফাটান দুই ব্যক্তি। সুরক্ষাহীনতার প্রতিবাদ করায় ১৪৭জন সংসদ সদস্যকে সাসপেন্ড করে দেওয়া হয় উভয় কক্ষ থেকে।

• বিরোধীরা ইন্ডিয়া জোট তৈরি করার পরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় বিজেপি সরকার। দেশের নাম ইন্ডিয়া থেকে পাল্টে ভারত করে দিতে উদ্যত হয় তারা। ইন্ডিয়াকে ঔপনিবেশিক শব্দ করে আখ্যা দেওয়া হয়।

• বিশ্বভারতীর ফলক থেকে মুছে ফেলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম এবং বসানো হয় মোদির নামে ফলক। বিতর্ক শুরু হওয়ায় সরিয়ে ফেলা হয় ফলক।

• ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ নামের একটি ডকুমেন্টারি প্রকাশ করে। গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তারা। ব্যান করে দেওয়া হয় এই ডকুমেন্টরি। বিবিসির অফিসে হানা দেয় আয়কর দপ্তর।

• বাতিল করে দেওয়া হয় ২০১৬-এ আত্মপ্রকাশ করা ২০০০ টাকার নোট।

• ফ্লপ করে যায় বিগ বাজেট রামায়ণ ভিত্তিক ছবি আদিপুরুষ।

• কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট গানে খারাপ সুর দিয়ে বিতর্কে জড়ান এআর রহমান।

• সিনেমার ছন্দে টুইটারকে কিনে নিয়ে নাম পাল্টে এক্স করে দেন ঈলন মাস্ক।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare