বাংলা বিভাগে ফিরে যান

লোক হচ্ছে না তাই মোদী ব্রিগেডে আসছেন না

ডিসেম্বর 20, 2023 | < 1 min read

নরেন্দ্র মোদী আসবেন বলে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মাত্র কয়েক দিন আগে মোদীর সফর বাতিল হতে চলেছে বলে জানা গিয়েছে। যদিও আয়োজক অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের কর্তা থেকে সন্ন্যাসীরা বলছেন, এখনও তাঁরা এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু বলতে পারবেন না।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর বাতিল হতে পারে। প্রধানমন্ত্রী আসছেন বলে কলকাতা পুলিশের পক্ষ থেকেও নানা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

এখন প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী না এলে লক্ষ মানুষের জমায়েত কি সম্ভব হবে? তবে গেরুয়া শিবির সূত্রে খবর, জমায়েত নিয়ে চিন্তা থেকেই মোদীর সফর বাতিল হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এক লাখের অনেক কম মানুষ নাম নথিভুক্ত করেছেন।

শনিবার পর্যন্ত এক লাখ হয়ে যাবে তেমন কোনও নিশ্চয়তাও দেখা যাচ্ছে না। সেটা জানার পরেই এই কর্মসূচিতে থেকে নরেন্দ্র মোদী আসবেন না বলে জানিয়ে দিয়েছেন। কারণ, শুধু দেশে নয়, জমায়েতের বিশ্বরেকর্ড গড়ার কথা দিয়েছিলেন আয়োজকেরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘গণইস্তফা’ গ্রাহ্য পদত্যাগ নয়, ইস্তফাপত্র দিতে হবে ব্যক্তিগত ভাবে, স্পষ্ট করল রাজ্য সরকার
FacebookWhatsAppEmailShare
দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare