বাংলা বিভাগে ফিরে যান

অকালবর্ষণে আনাজের দাম ঊর্ধবমুখী

ডিসেম্বর 13, 2023 | < 1 min read

Indian vegetables: Key Factors for Indian Vegetable Farming
Image – Housing

ডিসেম্বরের শুরুর দিকে শীত ঠিক করে না পড়লেও শীতের সবজি আমজনতার পাতে পড়তে শুরু করেছিল। কিন্তু বাধ সাধলো বৃষ্টি। ফুলকপি, বাঁধাকপি, মুলো, বেগুন, পালং শাক দিয়ে বাঙালির ভুরিভোজের মাঝেই নিম্নচাপের জেরে বৃষ্টি নামে বাংলায়। সোশ্যাল মিডিয়ায় তো এই ঋতুর নতুন নামকরণ ‘শীর্ষাকাল’ নিয়ে চর্চাও শুরু হয়েছিল।

তবে বৃষ্টিতে শীত জমিয়ে পড়লেও এই অকালবৃষ্টিতে বিপুল ক্ষতিগ্রস্ত হয় ফসল। জমিতে জল জমে গোড়া পচে যায় সবজির। যার প্রভাবে মহানগরে বাড়তে শুরু করেছে আনাজের দাম, এবং তার সঙ্গেই পাল্লা দিয়ে দাম বাড়ছে ডিমের।

১৫ টাকা কিলোর ফুলকপি আর ২৫ টাকার বাঁধাকপি এবং ঘোরাফেরা করছে যথাক্রমে ২৫-৩০ টাকা এবং ৩০-৩৫ টাকা প্রতি কেজির মূল্যবন্ধনীতে। টমেটোর দাম এখনো ঘোরাফেরা করছে ৫০-৬০ টাকা কেজির মধ্যে। রসুনের দাম ৩৫০ টাকা কেজি।

পেঁয়াজের দামও বেড়ে চলেছে। মুরগির মাংসের দাম কমলেও পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দাম। ব্যবসায়ীরা জানাচ্ছেন, সবজির দাম আবারো কমবে, কিন্তু ঠিক এখনই নয়। আরও সপ্তাহ তিনেক সময় লাগবে দাম কমতে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare