বাংলা বিভাগে ফিরে যান

বোলপুর ডাকবাংলো মাঠে হবে পৌষমেলা

ডিসেম্বর 12, 2023 | < 1 min read

Image – Anandabazar

অনেক জট কাটিয়ে অবশেষে হচ্ছে পৌষমেলা। এবছর শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠের পরিবর্তে ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হবে পৌষমেলা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট এবং বোলপুর মহকুমা প্রশাসনের যৌথ সিদ্ধান্তেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পৌষমেলা নিয়ে প্রশাসনকে বেশ কিছু শর্ত দিয়েছে বিশ্বভারতী:

• গ্রিন ট্রাইবুনালের শর্তাবলী রক্ষা করতে হবে।

• বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট, মেলা সংগঠিত করবে বোলপুর মহকুমা প্রশাসন, তাই কোন আইনি জটিলতায় পড়বে না বিশ্বভারতী।

• বিশ্বভারতীর সাংস্কৃতিক ও নান্দনিক রুচির সঙ্গে সঙ্গতি রেখে এই মেলা করতে হবে।

• নির্দিষ্ট সময়ে মেলা শেষ করে মাঠ পরিষ্কার করে দিতে হবে।

• সব ব্যবস্থা বোলপুর মহকুমা প্রশাসনকে করতে হবে এবং সব খরচ বহন করবে জেলা প্রশাসন।

• পড়ুয়াদের পড়াশোনায় যাতে কোন রকম সমস্যা না হয় মেলার সময় সেদিকে খেয়াল রাখতে হবে।

• বিশ্বভারতী ও জেলা প্রশাসনের মধ্যে চলতে থাকা একাধিক মামলার নিষ্পত্তি করার আবেদন করা হয়েছে।

• জেলা প্রশাসনকে বিশ্বভারতীকে ২০ হাজার টাকা দিতে হবে।

• এই শর্ত শুধু বর্তমান বছরের জন্য উপলব্ধ।

আগামী ৭ পৌষ (২৪ ডিসেম্বর) থেকে শুরু হবে তিনদিনের পৌষমেলা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কেষ্টর প্রত্যাবর্তন, বোলপুরে উৎসব
FacebookWhatsAppEmailShare
রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare