বাংলা বিভাগে ফিরে যান

২০ ডিসেম্বর দিল্লিতে মমতা মোদী বৈঠক

ডিসেম্বর 12, 2023 | < 1 min read

(Photo: IANS/PIB)

বাংলার বঞ্চনা নিয়ে বৈঠকের জন্য অবশেষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিলেন নরেন্দ্র মোদী। নবান্ন সূত্রে খব, আগামী ২০ ডিসেম্বর এই বঠক হবে দিল্লিতে। উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর মঙ্গলবার দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক ডেকেছে কংগ্রেস। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রে খবর আগামী ১৭ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী।

এই সফরে তিনি কিছু সাংসদকে সঙ্গে নিয়ে মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি। বাংলার প্রাপ্য টাকা নিয়ে বিশদে কথা বলতে চান একথা আগেই জানিয়েছিলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তাঁর কাছে ১৮, ১৯ বা ২০ ডিসেম্বরের মধ্যে যেকোনও একদিন সাক্ষাতের সময় চেয়েছি। ১০০ দিনের টাকা, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তা— এই সমস্ত খাতে বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সে নিয়েই কথা বলার আছে। ওরা জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছে বাংলা থেকে। অথচ বাংলার প্রাপ্য সব টাকা বন্ধ করে দিয়েছে। ভাগের টাকা পাচ্ছি না। সে ব্যাপারেই কথা বলব প্রধানমন্ত্রীর সঙ্গে ।’’

লোকসভা ভোটের আগে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকে কি হয় সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare