বাংলা বিভাগে ফিরে যান

পুজোয় পার্কিং নিয়ে কড়া পুলিশ

অক্টোবর 13, 2023 | < 1 min read

Image – Telegraph

পুজোয় রাস্তায় নামবে জনস্রোত, তাই নিয়ে পুজো কমিটিগুলির সাথে বৈঠক করলেন পুলিশ কর্তারা। সাধারণ মানুষের হাঁটাচলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই তৎপর হয়েছে কলকাতা পুলিশ।

দক্ষিণ কলকাতায় মনোহরপুকুর দিয়ে এসে রাসবিহারী হয়ে ত্রিধারা সম্মিলনীর পুজো দেখতে ঢুকবেন, তাদের ডানদিকে ঘুরে মতিলাল নেহেরু রোডের মধ্যে দিয়ে গিয়ে ম্যাডক্স স্কোয়ারের দিকে যেতে হবে। সমাজ সেবি ও বালিগঞ্জ কালচারালের পুজো দেখতে হলে সোজা শরৎ বোস রোডের দিকে গিয়ে বামদিকে ঘুরে দেশপ্রিয় পার্কের দিকে এগোতে হবে।

সমাজ সেবি ও বালিগঞ্জ কালচারালের দিকে ঢুকতে হবে হয় সাউদার্ন অ্যাভিনিউ হয়ে, নয়তো লেক ভিউ রোডের উভয় দিকের রাস্তা দিয়ে। কিন্তু রাসবিহারীর দিক থেকে ঢোকা যাবে না। বিশেষত সন্ধ্যার পরে তো নয়ই।

গাড়ি পার্ক করা যাবে না: রাসবিহারী অ্যাভিনিউ এবং লেক ভিউ রোডে পার্কিং করা যাবে না। যানবাহন চলাচল মসৃণ রাখতে বিজ্ঞাপনের গেটগুলিও সরিয়ে দিতে বলা হয়েছে। এমনকী কর্নফিল্ড রোড ও পূর্ণ দাস রোডে এমন ২টি গেট সরিয়েও দেওয়া হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘গণইস্তফা’ গ্রাহ্য পদত্যাগ নয়, ইস্তফাপত্র দিতে হবে ব্যক্তিগত ভাবে, স্পষ্ট করল রাজ্য সরকার
FacebookWhatsAppEmailShare
দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare