শিক্ষা বিভাগে ফিরে যান

ভারতের সেরা দশে কলকাতার একাধিক স্কুল

অক্টোবর 6, 2023 | < 1 min read

প্রকাশিত হয়েছে বার্ষিক এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র‌্যাঙ্কিং (Ranking) ২০২৩-২৪। সেই তালিকায় দেশের বহু নামী স্কুলকে পিছনে ফেলে দিয়েছে কলকাতার একাধিক স্কুল।

সারা দেশে রাজ্য সরকারি স্কুলগুলির মধ্যে অষ্টম স্থান পেয়েছে যাদবপুর বিদ্যাপীঠ। দেশের সেরা ফিলানথ্রপি স্কুলের তালিকায় ৭ নম্বরে রয়েছে ফিউচার হোপ স্কুল।

অন্যদিকে, দেশের সেরা গার্লস ডে স্কুলের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে কলকাতার মডার্ন হাইস্কুল ফর গার্লস, ১০ নম্বরে রয়েছে সুশীলা বিড়লা গার্লস। দেশের সেরা বয়েজ ডে স্কুলের মধ্যে তৃতীয় স্থান পেয়েছে কলকাতার ময়রা স্ট্রিটের বিড়লা হাইস্কুল, ৬ নম্বরে রয়েছে পার্ক সার্কাসের ডন বসকো। হাওড়ার এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ রয়েছে ৭ নম্বর স্থানে।

ভিনটেজ লেগ্যাসি বয়েজ ডে স্কুলের মধ্যে তৃতীয় স্থানে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল। তালিকায় ৪ নম্বরে রয়েছে কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজ। ভিনটেজ লেগাসি গার্লস ডে স্কুলের মধ্যে সারা দেশে তৃতীয় কলকাতার লা মার্টিনিয়ার ফর গার্লস এবং ৪ নম্বর স্থানে রয়েছে লরেটো হাউস, মিডলটন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

উচ্চ প্রাথমিকে হবে ১৪ হাজার নিয়োগ, জট কাটলো আদালতের নির্দেশের
FacebookWhatsAppEmailShare
আর জি কর কাণ্ডের জেরে স্কুলে যৌন সচেতনতার পাঠ
FacebookWhatsAppEmailShare
যোগীরাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির পর্দাফাঁস
FacebookWhatsAppEmailShare