খেলাধুলা বিভাগে ফিরে যান

এশিয়াডের পদক তালিকায় চতুর্থ ভারত

অক্টোবর 1, 2023 | < 1 min read

অষ্টম দিনে এশিয়াডে ১৫ টি পদক এনে ইতিহাস তৈরি করলেন ভারতের ক্রীড়াবিদরা। উল্লেখ্য, এর আগে এশিয়ান গেমসে একদিনে এত পদক কখনও জেতেনি ভারত। ২০১০ সালের এশিয়ান গেমসে এক দিনে ১১টি পদক জিতেছিল তারা।

রবিবার শুধু অ্যাথলেটিক্স থেকেই এসেছে ৯টি পদক। এছাড়া ব্যাডমিন্টন, বক্সিং, গল্‌ফ থেকেও পদক জিতেছেন ভারতের ক্রীড়াবিদরা। রবিবার পর্যন্ত ৫৩টি পদক জিতেছে ভারত।

রবিবার সাতসকালে ৫০ মিটার ট্র্যাপ শুটিংয়ে টিম ইভেন্টে সোনা জিতল ভারতীয় পুরুষ ট্র্যাপ দল। এশিয়ান গেমসের শুটিং সার্কিটে কিনান চেনাই, জোরাবর সিং এবং পৃথ্বীরাজ টোন্ডাইমানের সোনা জয়ের পাশাপাশি মহিলাদের ট্র্যাপ বিভাগেও রুপোর পদক পেল ভারত।

শনিবার পুরুষদের স্কোয়াশে দলগত বিভাগে এবং টেনিসে মিক্সড ডাবলসে সোনা জিতেছে ভারত।

এই মুহূর্তে ১৩টি সোনা, ২১টি রূপো এবং ১৯টি ব্রোঞ্জ – মোট ৫৩টি পদক নিয়ে মেডেল তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare
কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?
FacebookWhatsAppEmailShare