এক টাকার ছোট কয়েন ব্রাত্য রেলেও
পিন কোড কলকাতা ছেড়ে বেরোলেই অচল হয়ে যায় ছোট এক টাকার কয়েন। এবার সেই ছোট কয়েন আতঙ্কে ভুগতে শুরু করেছে রেল স্টেশনও।
“এক টাকার ছোট কয়েন নেব না” মুদির দোকানের এই বিখ্যাত উক্তি এখন শোনা যাচ্ছে রেলের টিকিট কাউন্টার থেকে। ছোট কয়েন নিয়ে এই ছুঁৎমার্গের বিরুদ্ধে সার্কুলার জারি করেছিল আরবিআই। তার পরেও কেন্দ্র সরকারের দফতর কিভাবে তা অমান্য করে সেই নিয়ে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।
সম্প্রতি খড়্গপুর শাখার কুলগাছিয়া স্টেশনের টিকিট কাউন্টারে ছোট এক টাকার কয়েন না নেওয়ায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্যাসেঞ্জার ও রেলকর্মীরা। আইবিআইয়ের নির্দেশ থাকা স্বত্তেও সাধারণ মানুষের এই ভোগান্তির ছবি কবে বদলাবে? উঠছে প্রশ্ন।