দেশ বিভাগে ফিরে যান

রাম মন্দির উদ্বোধন করেই লোকসভা ভোটের ঘোষণা?

সেপ্টেম্বর 12, 2023 | < 1 min read

Image – Hindusthan Times

জানুয়ারি মাসের শেষ দিকে উদ্বোধন হতে পারে অযোধ্যার রাম মন্দির। জানা যাচ্ছে, ২১ থেকে ২৪ জানুয়ারির মধ্যে যেকোন শুভ দিনে মন্দির উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর মন্দির উদ্বোধনের পরেই ঘোষণা করা হবে আগামী লোকসভা নির্বাচন, শুরু হয়েছে এমনই জল্পনা।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনক্ষণ ঠিক করতে বসেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কর্তারা। বর্তমান জি২০ বৈঠককে সফলতম বৈঠক বলা যেতেই পারে যেখানে পেশ হওয়া প্রত্যেকটি রেজোলিউশন পাশ হয়ে যাচ্ছে, রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য হিসেবে ভারতের নাম প্রস্তাব করছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে ভারতের বিদেশ নীতিকেই শ্রেষ্ঠ বলে একপ্রকার সামনে রেখে করা হচ্ছে না কোন রাশিয়া বিরোধী আলোচনা – যা নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংও একপ্রকার পিঠ চাপড়ে দিয়েছেন মোদীর।

রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে যাবে ১৪ জানুয়ারি থেকেই। ২২ জানুয়ারি দিনটিকেই হয়তো বাছা হবে মন্দির উদ্বোধনের জন্য। এরপরেই অন্তর্বর্তী বাজেট হওয়ার কথা এবং তার পরেই লোকসভার ভোট ঘোষণা করার পরিকল্পনা নিয়ে রেখেছে নির্বাচন কমিশন।
অর্থাৎ, এত সবকিছুর পরেও বিরোধীদের মাত দিতে নিজেদের পুরনো অস্ত্র – হিন্দুত্বকে ছাড়বেনা বিজেপি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আগামী সপ্তাহ থেকে রাজ্য জয়েন্টের কাউন্সেলিং শুরু
FacebookWhatsAppEmailShare
জিডিপি বাড়লেও কমবে না দেশের বেকারত্ব
FacebookWhatsAppEmailShare
আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, কলকাতা হাইকোর্টকে জানাল UIDAI
FacebookWhatsAppEmailShare