পার্বণ বিভাগে ফিরে যান

দুর্গাপুজো নিয়ে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে ‘মেগাফেস্টিভ্যাল’

আগস্ট 30, 2023 | < 1 min read

৬ সেপ্টেম্বর থেকে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে সম্প্রচারিত হবে ‘মেগাফেস্টিভ্যাল’ নামের এক বিশেষ সিরিজ। ছয় এপিসোডের এই সিরিজে একটা এপিসোড তৈরি হয়েছে কলকাতার দুর্গাপুজো নিয়ে। বাকি পাঁচটা এপিসোডে রয়েছে মুম্বইয়ের গণেশ পুজো, দিল্লি ও হায়দরাবাদের ইদ, কেরালার ওনাম, নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল এবং হোলি।

প্রতিমা তৈরি,মণ্ডপ সজ্জা, মায়ের চক্ষুদান, পুজোর আয়োজন, শপিং থেকে শুরু করে দুর্গা পুজোর নানা মুহূর্তকে তুলে ধরা হবে ‘মেগাফেস্টিভ্যাল’-এ।

অস্ট্রেলিয়ান সেলিব্রিটি মাস্টার শেফ গ্যারি মেহিগ্যান যিনি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের ‘মেগাফেস্টিভ্যাল’ শোয়ের অন্যতম নির্মাতা, এই বিষয়ে জানিয়েছেন, ‘কলকাতার দুর্গাপুজো একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। এখানে অশুভ শক্তিকে শুভ শক্তি বিনাশ করে। এটা তো পুরাণের ঘটনা। তবে বাস্তবে পুজোটা যখন হয়, তখন সেখানে বাড়ির মহিলারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। দুর্গাপুজোর মাধ্যমে সত্যিই এখানে মহিলাদের ক্ষমতায়ন হয়’।

কলকাতার রান্না এবং মিষ্টিকেও এখানে দেখানো হয়েছে। ২০২২ সালে ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লক্ষ্মী পুজোয় ফল, সবজির দামে মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা লাগার জোগাড়
FacebookWhatsAppEmailShare
হাওড়ার এই গ্রামে দুর্গাপুজোর থেকেও বেশি ধুমধাম লক্ষ্মীপুজোয়
FacebookWhatsAppEmailShare
সপ্তমীতে নবপত্রিকা স্নান, এই নবপত্রিকাই কি আসলে কলাবউ?
FacebookWhatsAppEmailShare