ভ্রমণ বিভাগে ফিরে যান

সরকারি ট্যুর প্যাকেজে দার্জিলিং ভ্রমণ

আগস্ট 29, 2023 | < 1 min read

পুজোয় বাঙালির প্রিয় ডেস্টিনেশন দার্জিলিং। হোটেল বুকিং, গাড়ি ভাড়ার ঝক্কি এসবের কথা ভেবে পিছিয়ে আসেন অনেকেই। সেসব কথা এখন অতীত। এই পুজোয় দার্জিলিং ভ্রমণে সরকারি ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে NBSTC।

৭৫০০ টাকা থেকে শুরু হচ্ছে দার্জিলিং প্যাকেজ ট্যুর। মোটামুটি চারদিনের ট্যুরে স্ট্যান্ডার্ড আর ডিলাক্স এই দু রকমের প্যাকেজ রয়েছে এই সরকারি সংস্থার। এক্ষেত্রে ডিলাক্স প্যাকেজ ট্যুরটি নিতে চাইলে খরচ হবে মাথাপিছু ৯ হাজার টাকা।

NBSTC প্যাকেজের মধ্য়েই গাড়ি, হোটেল, খাওয়া দাওয়া, কিছু জায়গায় এন্ট্রি ফি, ট্যুর ম্যানেজারের সুবিধা মিলবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে নন এসি ট্যুরিস্ট বাস, এসএইউভি, সেডান শেয়ার করতে হবে অন্য পর্যটকদের সঙ্গে। তবে ডিলাক্সের ক্ষেত্রে এসি গাড়ি, SUV গাড়িতে লামাহাটা, তিনচুলে, তাকদা ঘুরে দেখানো হবে।

প্রথম দিন এনজেপি স্টেশন, বাস টার্মিনাস অথবা এয়ারপোর্ট থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং পৌঁছাবেন। দুপুরে খেয়ে দেয়ে ঘুরে আসুন ম্যাল। রাতে হোটেলে ফিরে গরম গরম ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। পরের দিন ভোর সাড়ে তিনটের সময় হোটেলের সামনে এসে দাঁড়াবে গাড়ি। নিয়ে যাবে সোজা টাইগার হিল। ফেরার পথে ঘুরে আসবেন ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ। তৃতীয় দিন ঘুরে দেখুন দার্জিলিং। চতুর্থ দিন ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট। রাস্তায় সীমানা ভিউ পয়েন্ট, গোপাল ধারা টি এস্টেট দেখা ফিরে আসুন এনজেপিতে অথবা বাস টার্মিনাসে।

আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন NBSTC-এর Tourism বিভাগে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পুজোর আগে ঘুরপথে উত্তরবঙ্গ যাওয়ার বেশ কিছু ট্রেন
FacebookWhatsAppEmailShare
পর্যটকদের জন্য নতুন ঠিকানা অপরূপ পাশাবং
FacebookWhatsAppEmailShare
এই গরমে আপনার গন্তব্য হোক পাহাড়ি অফবিট গ্রাম চিসাং
FacebookWhatsAppEmailShare