বিনোদন বিভাগে ফিরে যান

ঘোষণা হল ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা

আগস্ট 25, 2023 | < 1 min read

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঘোষণা হল ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। তালিকা ঘোষণা করলো কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারক মন্ত্রক।

বলিউড বনাম দক্ষিণের লড়াই জমজমাট লড়াইয়ে কে হবে সেরার সেরা তাই নিয়ে জল্পনা চলছিলই। ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’ সকলকে পিছনে ফেলে জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা ছবি নির্বাচিত হল।

মোট ২৮ রকম ভাষার ২৮০টি ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে ‘কালকক্ষ’ আর সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে সুজিত সরকারের ‘সর্দার উধম’। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভট্ট, গাঙ্গুবাই কাথিওয়াড়ির জন্য। সেরা অভিনেতার সম্মান পেয়েছেন ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন।

এক নজরে সেরাদের তালিকা:

সেরা হিন্দি ছবি – সর্দার উধম (সুজিত সরকার)

সেরা বাংলা ছবি – কালকক্ষ (শর্মিষ্ঠা মাইতি-রাজদীপ পাল)

সেরা সহ অভিনেত্রী – পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস)

সেরা সহ অভিনতা – পঙ্কজ ত্রিপাঠি (মিমি)

সেরা গায়িকা – শ্রেয়া ঘোষাল (মায়াভা ছায়াভা, Iravin Nizhal)

সেরা গায়ক – কাল ভৈরব (কোমুরাম ভীমুডু, RRR)

সেরা সঙ্গীত পরিচালক – দেবী শ্রী প্রসাদ (পুষ্পা)

সেরা অভিনেত্রী – আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি) এবং কৃতি শ্যানন (মিমি)

সেরা অভিনেতা – আল্লু অর্জুন (পুষ্পা)

সেরা পপুলার ফিল্ম – আরআরআর (এসএস রাজামৌলি)

জাতীয় সংহতি রক্ষায় সেরা ছবি – দ্য কাশ্মীর ফাইলস (বিবেক অগ্নিহোত্রী)

সেরা এডিটর – সঞ্জয় লীলা বনশালি (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)

সেরা পরিচালক – নিখিল মহাজন

সেরা ছবি – রকেট্রি দ্য নাম্বি এফেক্ট (আর মাধবন)

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পুজোর বক্স অফিসের অঙ্কে কোন সিনেমা বাংলার ব্লকবাস্টার?
FacebookWhatsAppEmailShare
ফোর্বসের সেরা দশে ‘বং গাই’ কিরণ
FacebookWhatsAppEmailShare
দাদাসাহেব পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
FacebookWhatsAppEmailShare