খেলাধুলা বিভাগে ফিরে যান

নির্বাসিত ভারতীয় কুস্তি

আগস্ট 24, 2023 | < 1 min read

ভারতের জাতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করেছে বিশ্ব কুস্তি সংস্থা। কারণ তারা সঠিক সময়ের মধ্যে নির্বাচন করেনি।

এর ফলে বিশ্ব কুস্তি সংস্থা পরিচালিত কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না ভারতের কুস্তিগিরেরা। অতএব, অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতায় দেশের পতাকা ছাড়াই নামতে হবে সাক্ষী ভিনেশদের। আগামী মাসেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ঘোষণা হয়ে গেছে ট্রায়ালের দিনও। তার আগেই এই সিদ্ধান্তে চরম বিপদে ভারতীয় কুস্তিগীররা।

এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে বিভিন্ন মহল। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

গত ২৭ এপ্রিল ভারতীয় অলিম্পিক্স সংস্থা (আইওএ) জাতীয় কুস্তির নির্বাচনের লক্ষ্যে একটি অ্যাড-হক প্যানেল তৈরি করে দিয়েছিল। গঠন হওয়ার ৪৫ দিনের মধ্যে নির্বাচন করতে হত। ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ আসার পর একাধিক বার নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও কোনও না কোনও আদালতের নির্দেশে নির্বাচন বারবার পিছিয়ে গেছে।

বিশ্ব কুস্তি সংস্থার তরফেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে নির্বাচন না হলে ভারতের কুস্তি সংস্থাকে নির্বাসিত করা হবে। বুধবার রাতে সেকথাই জানিয়ে দেওয়া হল অ্যাড-হক প্যানেলকে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare
কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?
FacebookWhatsAppEmailShare