বিনোদন বিভাগে ফিরে যান

পথের পাঁচালী দিয়েই পথচলা শুরু G20 চলচ্চিত্র উৎসবের

আগস্ট 20, 2023 | < 1 min read

কাশবনের মধ্যে দিয়ে ছুঁটে আসছে রেলগাড়ি, সেই দেখতে দৌড়াচ্ছে অপু-দূর্গা। হ্যাঁ, সত্যজিৎ রায়ের “পথের পাঁচালী” প্রদর্শনীর মাধ্যমে ১৯ আগস্ট নয়াদিল্লিতে শুরু হয়েছে G20 ফিল্ম ফেস্টিভ্যাল। G20 সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সুসম্পর্ক তৈরির জন্য এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার (IIC) এবং বিদেশ মন্ত্রকের G20 সচিবালয়। এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হলো বর্ষীয়ান বাঙালি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং G20 শেরপা অমিতাভ কান্তের হাত ধরে।

এই চলচ্চিত্র প্রদর্শনী চলবে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের সিডি দেশমুখ অডিটোরিয়ামে বিনামূল্যে দেখানো হবে ‘পথের পাঁচালী’ ও ১৫টি বিদেশি সিনেমা। নানা দেশ, নানা ভাষার এই সিনেমাগুলো দেশের গন্ডি ছাড়িয়ে সমগ্র বিশ্বে শ্রদ্ধা ও সম্মানের সেতুবন্ধন গড়ে তুলতে সাহায্য করবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

প্রয়াত দেবরাজ রায়
FacebookWhatsAppEmailShare
পুজোর বক্স অফিসের অঙ্কে কোন সিনেমা বাংলার ব্লকবাস্টার?
FacebookWhatsAppEmailShare
ফোর্বসের সেরা দশে ‘বং গাই’ কিরণ
FacebookWhatsAppEmailShare