দেশ বিভাগে ফিরে যান

বিয়ের খরচ কমাতে প্রস্তাব লোকসভায়

আগস্ট 18, 2023 | < 1 min read

কমবে কি বিয়ের খরচ? বিয়েবাড়ি মানেই ঢালাও খাবার, নিমন্ত্রিতদের সমবেশ, এলাহি আয়োজন। বিয়ের খরচ সামলাতে গিয়ে মাথায় হাত পরে কন্যাদায়গ্রস্ত বাবা-মায়ের।

এই খরচ থেকে বাঁচতে বহু প্রান্তিক পরিবারে ঘটে যায় কন্যাভ্রূণ হত্যার মতো মর্মান্তিক ঘটনা। এবার সেই রীতি বদলের জন্য নতুন বিলের প্রস্তাব আনা হল লোকসভায়। কংগ্রেস সাংসদ যশবীর সিংহ গিল ‘‘বিশেষ উপলক্ষে অপব্যয় ব্যয় প্রতিরোধ’ নামক প্রস্তাবিত বিলে নিমন্ত্রিতের সংখ্যা ১০০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেছেন।

পাশাপাশি মেনুতে পদের সংখ্যা দশের মধ্যে রাখার কথা বলা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে ২৫০০ টাকার বেশি মূল্যের উপহার কিংবা নগদে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। ভারতে মেয়ের বিয়ে দিতে হলে অনেক বাবা-মাকেই টাকা ধার নিতে হয়। এই ধার শোধ করতে ঘর-বাড়ি, জমিজমা সব হারিয়ে পথে বসতে হয় বহু পরিবারকে। প্রস্তাবিত বিলটি পাশ হলে কন্যাসন্তানকে আর বোঝা মনে করা হবে না, কমবে কন্যাভ্রূণ হত্যার মতো ঘটনা, আশা সাংসদের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare
যোগীরাজ্যে স্কুল থেকে ‘উধাও’ ২৮ লক্ষ পড়ুয়া!
FacebookWhatsAppEmailShare
জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর আবেদন, শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট
FacebookWhatsAppEmailShare