কলকাতা বিভাগে ফিরে যান

আতশবাজির হাব বাইপাসে

আগস্ট 17, 2023 | < 1 min read

ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের ধারে একটি জায়গায় আতশবাজির হাব বানাবে বাংলার সরকার। ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের উদ্যোগে এখানে ব্যবসা করতে পারবেন আতশবাজি ব্যবসায়ীরা।

বেআইনি বাজি কারখানা ও সেখানে বিষ্ফোরণের জন্য মৃত্যু প্রশ্ন তুলে দিচ্ছিলো খোদ বাজি শিল্পের ওপরেই। এগরার মর্মান্তিক দুর্ঘটনা বেআইনি বাজি কারখানা বন্ধ করার দাবি জোরালো করলেও কয়েক লক্ষ্য মানুষের রুজি-রুটির প্রশ্ন খাড়া হয়ে যায়. তাই এরকম একটি অগ্রণী পদক্ষেপ নিয়ে বাজি ব্যবসাকে বাঁচিয়ে রাখতে এবং একই সঙ্গে তার সঙ্গে যুক্ত সব বিপদকে জনমানসে নস্যাৎ করতে এই উদ্যোগ বাংলার সরকারের।

মোট ৮০ জন ব্যবসায়ীকে এই হাবে জায়গা দেওয়া হবে, এবং দোকানের পাশাপাশি একটি গুদামঘর তৈরি করতে পারবেন তাঁরা। ৮ বিঘা জমির ওপর তৈরি হবে এই হাবটি। কালীপুজোর পরেই নতুন এই হাবের কাজ শুরু হবে। এর জন্য ৯০% ভর্তুকি দেবে রাজ্য সরকার, এবং বাকি ১০% দেবেন আতশবাজি ব্যবসায়ীরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare
কর্মবিরতি আংশিক প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের
FacebookWhatsAppEmailShare
বিচার চাইতে গিয়ে নিজেদের দায়-দায়িত্ব-শপথ সব ভুলে গেছেন জুনিয়র চিকিৎসকরা?
FacebookWhatsAppEmailShare