বাংলা বিভাগে ফিরে যান

রাজ্যের হাতে নয় কেন্দ্রের বরাদ্দ টাকা জমা রিজার্ভ ব্যাঙ্কে

আগস্ট 15, 2023 | < 1 min read

Top News Headlines today, July 06: RBI's path to internationalise rupee,  data protection bill | Business Standard
Image – Business Standard

এত দিন কেন্দ্রের টাকায় কাজ হওয়া প্রকল্পে রাজ্যগুলি টাকা পেত সরাসরি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসা টাকা তোলা থাকত বাণিজ্যিক ব্যাঙ্কে, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের প্রকল্প-ভিত্তিক নির্দিষ্ট অ্যাকাউন্টে।

কিন্তু কেন্দ্র এবং রাজ্যের প্রশাসনিক সূত্রে খবর, খুব তাড়াতাড়িই আমূল বদলে যাবে সেই পদ্ধতি। নতুন নিয়মে প্রকল্পের টাকা রাখা থাকবে রিজ়ার্ভ ব্যাঙ্কে। যখন প্রয়োজন, তখন তা পাওয়া যাবে ঠিকই কিন্তু আগের মতো সেটা আর ফেলে রাখা যাবে না অ্যাকাউন্টে।

প্রকল্পের প্রতিটি পর্বের জন্য কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছ থেকে টাকা চাইতে হবে হিসেব বুঝিয়ে দিয়ে। শুধু পুরোদস্তুর কেন্দ্রীয় অর্থে পরিচালিত প্রকল্পই নয়, অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পেও এই ব্যবস্থা দ্রুত চালু হতে চলেছে বলেই প্রশাসনিক সূত্রে খবর।

প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশ জানাচ্ছেন, এতদিন কেন্দ্রীয় বরাদ্দ অব্যবহৃত টাকা অ্যাকাউন্টে রেখে দেওয়ার ফলে প্রাপ্ত সুদ রাজ্যের উন্নয়নে ব্যবহার করতে পারত সরকার। কিন্তু নতুন নিয়ম পুরোদস্তুর চালু হলে, সেই উন্নয়ন থেকেও রাজ্যকে বঞ্চনা করতে পারবে কেন্দ্র সরকার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare