দেশ বিভাগে ফিরে যান

বাংলার প্রবীণ নাগরিকদের বঞ্চনা মোদী সরকারের

আগস্ট 14, 2023 | < 1 min read

লক্ষাধিক প্রবীণ নাগরিককে বঞ্চনা কেন্দ্রের। হাজার টাকা বার্ধক্য ভাতা, যে টাকা পেলে ওষুধ কেনার জন্য বৃদ্ধ বয়সে ছেলে-মেয়েদের উপর নির্ভরশীল হতে হয় না।

একটু মাথা উঁচু করে বাঁচতে পারেন দাদু-দিদিমারা। বাংলার বৃদ্ধ মানুষদের সেই আত্মসম্মানের অধিকারও কেড়ে নিতে চায় নরেন্দ্র মোদী।

১০০ দিনের টাকা আটকে প্রতিহিংসা রাজনীতির নমুনা আগেই দেখিয়েছিল বিজেপি। এবার পঞ্চায়েত ভোটে ভরাডুবির পর বাংলার প্রায় এক লক্ষ প্রবীণ নাগরিকের বার্ধক্য ভাতা বন্ধ করে দিল নরেন্দ্র মোদী সরকার। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অধীনে বাংলার ২০.৬৭ লক্ষ প্রবীণ নাগরিককে দেওয়া হয় ১০০০ টাকা।

যার মধ্যে ৮০ বছরের কম বয়স্ক প্রবীণদের ৭০০ টাকা দেয় রাজ্য, ৩০০ টাকা দেয় কেন্দ্র। আশির বেশি বয়সী প্রবীণদের ৫০০ টাকা করে দেয় কেন্দ্র ও রাজ্য সরকার। ২০২৩–২৪ অর্থবর্ষের জন্য ১৯.৭১ লক্ষ প্রবীণ নাগরিকের ভাতার টাকা পাঠিয়েছে কেন্দ্র। কোনো কারন না দেখিয়েই বাংলার এক লক্ষ বয়স্ক মানুষের ভাতা বন্ধ করে দিল কেন্দ্র। মোদির এই তুঘলকি আচরণে ভেঙে পড়েছেন বাংলার বঞ্চিত প্রবীণ নাগরিকরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare