কলকাতা বিভাগে ফিরে যান

দুর্গাপুজোর প্রস্তুতি শুরু কলকাতা পুলিশের

আগস্ট 14, 2023 | < 1 min read

Image – Hindusthan Times

এটা অগস্ট মাস, মাঝে সেপ্টেম্বর মাস কাটলেই পড়বে অক্টোবর। অর্থাৎ মা আসছেন। দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়বে। এখনই খুঁটিপুজো সেরে ফেলেছে বহু পুজো কমিটি।

বিগ বাজেটের পুজোগুলির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এবছর ভিড় আরও বাড়বে বলে মনে করছে কলকাতা পুলিশ। তাই আগাম ব্যবস্থা নেওয়া শুরু করেছে লালবাজার।

একদিকে আইনশৃঙ্খলায় যেমন নজর দিতে হবে ঠিক তেমনই যানজট মুক্ত করে শহর সচল রাখতে হবে। তাই জোরদার প্রস্তুতিতে নেমেছে পুলিশ অফিসাররা।

পুজোর ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে প্রতিবছর। তাই আগাম প্রস্তুতি নিয়ে পরিকল্পনা করে এগোলে ভিড় সামলে দেওয়া সম্ভব। এই বিষয়ে প্রত্যেকটি লোকাল থানাকে নির্দেশ দিয়েছে লালবাজার। কেমন ব্যবস্থা নেওয়া হবে?‌ তা নিয়েও একটি নির্দেশিকা পাঠানো হয়েছে।

প্রত্যেকটি লোকাল থানাকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে লালবাজার। র্ডরেল দিয়ে রাস্তা বন্ধ, দর্শনার্থীদের জন্য ড্রপ গেট রাখা, ভিড় সামলানো ইত্যাদি নিয়ে নির্দেশিকা গেছে। লোকাল থেকে খবর পেয়েই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত, নজর রাখতে হবে রাস্তা ও আলোর ওপরেও, জানিয়েছে লালবাজার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare
কর্মবিরতি আংশিক প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের
FacebookWhatsAppEmailShare
বিচার চাইতে গিয়ে নিজেদের দায়-দায়িত্ব-শপথ সব ভুলে গেছেন জুনিয়র চিকিৎসকরা?
FacebookWhatsAppEmailShare