দেশ বিভাগে ফিরে যান

বিতর্কে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প

আগস্ট 13, 2023 | < 1 min read

প্রায় ১০ লাখ ভুয়ো আয়ুষ্মান ভারত অ্যাকাউন্ট।

বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে নরেন্দ্র মোদীর সাধের জনস্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের ডেটাবেসে। ক্যাগ রিপোর্ট অনুযায়ী, একই আধার কার্ড ব্যবহার করে বহু রেজিস্ট্রেশন করা হয়েছে আয়ুষ্মান ভারতে। ফলে ভুতুড়ে সুবিধাভোগীদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে সরকার।


CAG অডিট রিপোর্টে দেখা যাচ্ছে, ৯৯৯৯৯৯৯৯৯৯ এই ফোন নম্বরে নথিভুক্ত হয়েছে ৭ লক্ষ ৪৯ হাজার ৮২০টি অ্যাকাউন্ট। 8888888888 ফোন নম্বরে নথিভুক্ত হয়ে রয়েছে প্রায় ১ লক্ষ ৩৯ হাজার অ্যাকাউন্ট। 9000000000 ফোন নম্বরে নথিভুক্ত প্রায় ৯৬ হাজার অ্যাকাউন্ট। অর্থাৎ ভুয়ো নম্বরে আয়ুষ্মান ভারত অ্যাকাউন্ট সংখ্যা ছুঁয়েছে প্রায় ১০ লাখ। অনেক জায়গায় সুবিধাভোগীর নামে ভুল রয়েছে, জন্মতারিখও ভুল দেওয়া হয়েছে, কোথাও আবার পরিবারের সদস্য সংখ্যার তথ্যও ঠিক নেই। এগুলো কি শুধুই যাচাইয়ের অভাব, নাকি মোদী সরকারের নতুন কোনো স্ক্যাম, যদি স্ক্যাম হয়েও থাকে থাকে তাহলে সেটার তদন্ত কে করবে? কেন্দ্র সরকার নিয়ন্ত্রিত CBI? উঠছে বহু প্রশ্ন

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare
যোগীরাজ্যে স্কুল থেকে ‘উধাও’ ২৮ লক্ষ পড়ুয়া!
FacebookWhatsAppEmailShare
জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর আবেদন, শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট
FacebookWhatsAppEmailShare