কোন মধুতে দেশ ছেড়ে বিদেশের নাগরিক ভারতীয়রা?
ভারতের বাসিন্দাদের বিদেশে যাওয়ার প্রবণতা নতুন নয়।প্রাচীন কাল থেকেই কখনও বাণিজ্য, কখনও রাজনৈতিক কারণে ভারত ছেড়ে অন্য দেশে গিয়েছেন মানুষ।
এখন আর বাধ্য হয়ে নয়, ইচ্ছে করেই দেশ ছাড়ছেন ভারতীয়েরা। গত কয়েক বছরে ভারত ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের পরিমাণ চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট ৮৭ হাজার মানুষ ভারতের নাগরিকত্ব পরিত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতের প্রায় ১ কোটি ৮০ লক্ষ মানুষ দেশের বাইরে থাকেন।
ভারত ছাড়ার কারণ হিসাবে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যকেই তুলে ধরছেন বিশেষজ্ঞদের একাংশ।
তাঁদের মতে, যে ভারতীয়েরা অন্য দেশের নাগরিক হচ্ছেন, তাঁরা মনে করছেন অন্য দেশেই তাঁদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা নিশ্চিত হবে।
যাঁরা দেশ ছাড়ছেন, তাঁরা বিদেশের চাকরি, বেতন ভারতের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় বলে মনে করছেন।
উচ্চশিক্ষা লাভের জন্যেও দেশ ছেড়ে অন্যত্র পাড়ি দিচ্ছেন ভারতীয়রা।