রাজনীতি বিভাগে ফিরে যান

৩৫ আসন পেতে বিজেপির ‘মিশন বেঙ্গল’

জুলাই 29, 2023 | < 1 min read

একের পর এক রাজ্যে জমি হারাচ্ছে বিজেপি, অথচ বাংলায় বেড়েছে ভোট পার্সেন্টেজ, তাই অন্য রাজ্যের হারানো জমির ঘাটতি মেটাতে মিশন বেঙ্গলের পরিকল্পনা নিয়েছে বিজেপি নেতৃত্ব।

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে অন্তত ৩৫টি আসন জেতার লক্ষ্যে ‘মিশন বেঙ্গল’ কর্মসূচি নিতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ওই কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী শনিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। অগস্টে রাজ্যে আসার কথা রয়েছে অমিত শাহ, রাজনাথ সিংহদেরও।

কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গে ১ হাজার ছোট বড় সভা করার লক্ষ্যমাত্রা বেধে দিলেও দুর্বল সংগঠনের কারণে ১০০ টপকাতে ব্যর্থ রাজ্যের গেরুয়া নেতৃত্ব। তারপর গোষ্ঠীকোন্দল তো লেগেই আছে. এহেন পরিস্থিতিতে ভোটের আটমাস আগেই কড়া ভূমিকায় শাহ-নাড্ডারা। তৈরী হয়ে গেছে ‘রোডম্যাপ’. প্রতিটি ব্লকে একজন কেন্দ্রীয়মন্ত্রী হাজির থাকবেন বলে ‘রোডম্যাপ’-এ উল্লেখ করা হয়। অর্থাৎ, সুটকেস গুছিয়ে দিল্লির নেতাদের বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি এখন শুধু সময়ের অপেক্ষা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মোদী’র তথ্যপ্রযুক্তি আইনকে ‘অসাংবিধানিক’ রায় বোম্বে হাইকোর্টের
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare