দেশ বিভাগে ফিরে যান

আজ ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠক

আগস্ট 31, 2023 | < 1 min read

ছবি সৌজন্যেঃ আনন্দবাজার পত্রিকা

আজ মুম্বইয়ে বিরোধী শিবিরের অর্থাৎ ইন্ডিয়া জোটের তৃতীয় দফার বৈঠক। এই বৈঠক হবে মুম্বইয়ের হোটেল গ্র্যান্ড হায়াতে।

সূত্রের খবর, আজকের বৈঠকের প্রথমার্ধেই ইন্ডিয়া জোটের নতুন লোগো সর্বসমক্ষে আনা হবে। এবার এই একটি লোগোকে সামনে রেখেই লোকসভা ভোটের লড়াইয়ে নামবে ২৬টি বিরোধী দল। আজ মধ্যাহ্নভোজের পর সাংবাদিক বৈঠক করেই পরবর্তী কর্মসূচির কথা জানাবেন বিরোধী দলগুলির শীর্ষ নেতৃবৃন্দ।

আসন ভাগাভাগির বেশ কিছু বিষয় সহ,সমমনস্ক দলগুলি যাতে একসঙ্গে বিজেপি বিরোধিতায় নামতে পারে, সেজন্য অভিন্ন কর্মসূচি তৈরির উপরে জোর দেওয়া হচ্ছে। এছাড়া বিরোধী জোটের জন্য নয়াদিল্লিতে একটি অভিন্ন কার্যালয় তৈরির বিষয়টিতেও সিলমোহর পড়তে পারে এদিন। তবে জোটের আহ্বায়ক বা চেয়ারপার্সন কে হবে তা এখনও স্থির হয়নি। এই বৈঠকে ‘ইন্ডিয়া’র ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন হবে। সেই কমিটিতে বড় দলগুলো থেকে ২ জন আর ছোট দল থেকে ১ জন করে থাকবে এই কমিটিতে।এছাড়া বিভিন্ন কো অর্ডিনেশন কমিটি তৈরী করা হচ্ছে সেই বিষয়ে আলোচনা ও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণাও হবে।

সূত্রের খবর, মুম্বাইয়ের বৈঠকের পর আগামী দিওয়ালির আগে আরও ২ টো সামিট হওয়ার কথা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি
FacebookWhatsAppEmailShare
মোদি-শাহের রাজ্যে গণধর্ষণের শিকার কিশোরী,কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ
FacebookWhatsAppEmailShare
টি-২০ বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান দ্বৈরথ
FacebookWhatsAppEmailShare