পার্বণ বিভাগে ফিরে যান

শুরু হলো শ্রাবণী মেলা

জুলাই 19, 2023 | < 1 min read

শুরু হয়ে গেছে প্রাচীন শৈব শ্রাবণী মেলা। আগামী ২৮শে আগস্ট অবধি চলবে এই মেলা। পঞ্চায়েত নির্বাচনের জন্য এবার মেলা শুরু হতে হয়েছে কিঞ্চিৎ দেরি। জলপাইগুড়ির জল্পেশ মন্দির ও নদিয়ার কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দিরে শুরু হয়েছে মেলা।

জল্পেশ মন্দিরকে ঘিরে বছরে তিনটি বড় মেলা বসে। প্রচুর মানুষ আসেন পুজো দিতে, মহাদেবের মাথায় জল ঢালতে। বাংলা এবং পার্শবর্তী রাজ্য থেকে নামে পুণ্যার্থীদের ঢল। নদিয়ার কৃষ্ণগঞ্জে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এই শিবনিবাস মন্দিরে। সেখানেপি একইভাবে নামে ভক্তদের ঢল। মহারাজ কৃষ্ণচন্দ্র বর্গীদের আক্রমণ থেকে বাঁচতে এই অঞ্চলেই আশ্রয় নিয়েছিলেন এবং তখনই তিনি এই শিবনিবাস মন্দির প্রতিষ্ঠা করেন।

পুলিশ, প্রশাসনের সঙ্গে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে মেলাগুলিতে যাতে কোনো অসুস্থ হয়ে পড়া ভক্তের দ্রুত শুশ্রুষা করা যায়। জল্পেশ মন্দিরে প্রবেশ মূল্য ২০ টাকাই রাখা হয়েছে এবং স্পেশাল টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লক্ষ্মী পুজোয় ফল, সবজির দামে মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা লাগার জোগাড়
FacebookWhatsAppEmailShare
হাওড়ার এই গ্রামে দুর্গাপুজোর থেকেও বেশি ধুমধাম লক্ষ্মীপুজোয়
FacebookWhatsAppEmailShare
সপ্তমীতে নবপত্রিকা স্নান, এই নবপত্রিকাই কি আসলে কলাবউ?
FacebookWhatsAppEmailShare