রাজনীতি বিভাগে ফিরে যান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী রাজ্যসভার প্রার্থীরা

জুলাই 15, 2023 | < 1 min read

১৫ই জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যসভার ভোটে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন বিজেপির ডামি প্রার্থী রথীন্দ্র বসু। এর ফলে স্পষ্ট হয়ে যায়, আগামী ২৪ জুলাই বিধানসভায় রাজ্যসভা নির্বাচনের আসর বসবে না। মনোনীত প্রার্থীরা বিনা প্রতিন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভার সাংসদ হবেন। আগামী সোমবার সাধারণ রাজ্যসভা নির্বাচনের ছয় জন এবং উপনির্বাচনের এক জন প্রার্থীকে দেওয়া হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের শংসাপত্র।

রাজ্য বিজেপির সহ-সভাপতি রথীন্দ্র বসুর মনোনয়ন প্রত্যাহারের ফলে বিজেপির রাজ্যসভার সদস্য হতে চলেছেন কোচবিহারের অনন্ত মহারাজ। প্রসঙ্গত, ১৯৮০ সালে বিজেপি গঠনের পর এই প্রথম বাংলা থেকে কোনও রাজ্যসভার সাংসদ পেতে চলেছে গেরুয়া শিবির। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূলের সকল মনোনীত প্রার্থী, রাজ্যসভার দলনেতা ডেরেক-ও-ব্রায়েন, উপদলনেতা সুখেন্দুশেখর রায়, শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেন, অধ্যাপক সামিরুল ইসলাম এবং আলিপুরদুয়ার তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

উৎসবে থাকবে না কিন্তু পুজোয় পাড়ায় পাড়ায় বামেদের বুক স্টল
FacebookWhatsAppEmailShare
বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি
FacebookWhatsAppEmailShare
হুঁশিয়ারি দিয়ে কাজে ফিরলেন জুনিয়ার ডাক্তাররা, ডেডলাইন পেরোলেই আজ থেকে আমরণ অনশন
FacebookWhatsAppEmailShare