আবহাওয়া বিভাগে ফিরে যান

বঙ্গোপসাগরে সক্রিয় হচ্ছে নিম্নচাপ

জুলাই 15, 2023 | < 1 min read

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ১৬ জুলাই নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পশ্চিম মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। যার ফলে তৈরি নিম্নচাপ পরবর্তী ২-৩ দিনে প্রভাব ফেলতে পারে বাংলা, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডে।

আজ সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিপ্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।

আগামী রবিবার বাংলার সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কোথাও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বদলাচ্ছে না দিনের তাপমাত্রা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ঘনীভূত হবে ঘূর্ণাবর্ত, ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ!
FacebookWhatsAppEmailShare
মহালয়া থেকে দশমী, বৃষ্টিতে ভাসবে বাংলা
FacebookWhatsAppEmailShare
ফের নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare