দেশ বিভাগে ফিরে যান

অগ্নিমূল্য বাজারেও অব্যাহত মোদির বিদেশযাত্রা

জুলাই 5, 2023 | < 1 min read

বিদেশ সফরের খরচ জানাচ্ছেন না প্রধানমন্ত্র। বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে আমজনতার। হাতে ফোসকা পড়ছে রোজকার পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো ছুঁতে গিয়ে। দেশের যখন এই হাল, তখন প্রধানমন্ত্ৰী নরেন্দ্র মোদি আমেরিকা-মিশর সফর করে বেড়াচ্ছেন। 

কত খরচ হচ্ছে এই সব সফরে? তার কোনও হিসেব নেই! কারণ, মোদির শেষ ১৬টি বিদেশ সফরের খরচের কোনও হিসেব দেয়নি কেন্দ্রীয় সরকার। কোভিডকালের আগে প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণের খরচের হিসেব জানা গেছে, প্রায় ৫৯৩ কোটি টাকা।

কিন্তু ২০২১ সাল থেকে বাংলাদেশ, জাপান, জার্মানি, ইতালি, ব্রিটেন, আমেরিকার মতো ১৬টি দেশ সফর করেছেন নরেন্দ্র মোদি। কিন্তু এই সব সফরের কোনও হিসেব প্রকাশ করেনি কেন্দ্র। যেখানে সাধারণ মানুষ সব্জি কিনতে সমস্যায় পরছেন, সেখানে খরচ লুকিয়ে প্রধানমন্ত্রীর এই ঘন ঘন বিদেশযাত্রা কে ভালো চোখে দেখছেন না করদাতারা।  

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare