বাংলা বিভাগে ফিরে যান

পঞ্চায়েত ভোটে কোন জেলায় কত বাহিনী

জুলাই 5, 2023 | < 1 min read

আর ৩ দিন বাদেই পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023)। গতকাল ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) ।

হিসেব পাঠানো হয়েছে কোন জেলায় কত ফোর্স থাকবে, তার।

কোন জেলায় কত বাহিনী

মুর্শিদাবাদে ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, সবথেকে বেশি। পূর্ব মেদিনীপুর ও হাওড়া এই দুই জেলাতে থাকছে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর ২৪ পরগনায় ৩৫ কোম্পানি, পূর্ব বর্ধমানে ৩৩ কোম্পানি, নদিয়ায় ৩১ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনা ও মালদায় ৩০ কোম্পানি, কোচবিহার ও হুগলিতে ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

একমাত্র কালিম্পঙে কোনও কেন্দ্রীয় বাহিনী থাকছে না

এবারের পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় আধা সেনা ছাড়াও থাকছে ২০টি রাজ্যের পুলিশ

১. তেলঙ্গানা পুলিশ

২. অরুণাচল পুলিশ

৩. কেরল পুলিশ

৪. ত্রিপুরা পুলিশ

৫. কর্ণাটক পুলিশ

৬. গুজরাত পুলিশ

৭. চণ্ডীগড় পুলিশ

৮. পাঞ্জাব পুলিশ

৯. বিহার পুলিশ

১০. ছত্তীসগঢ় পুলিশ

১১. তামিলনাড়ু পুলিশ

১২. মহারাষ্ট্র পুলিশ

১৩. হায়দরাবাদ পুলিশ

১৪. গোয়া পুলিশ

১৫. মিজোরাম পুলিশ

১৬. ঝাড়খণ্ড পুলিশ

১৭. নাগাল্যাণ্ড পুলিশ

১৮. রাজস্থান পুলিশ

১৯. অন্ধ্রপ্রদেশ পুলিশ

২০. অসম পুলিশ

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ওষুধের ৫০% পর্যন্ত দাম বৃদ্ধি নিয়ে মমতা চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে
FacebookWhatsAppEmailShare
ঘূর্ণিঝড়ের দাপটে তছনছের আশঙ্কা বাংলায়? আজ থেকেই জারি সতর্কতা
FacebookWhatsAppEmailShare
ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare