বাংলা বিভাগে ফিরে যান

সবজির দাম নিয়ন্ত্রণে নজর নবান্নর

জুলাই 3, 2023 | < 1 min read

আকাশছোঁয়া দামে সবজি কিনতে হাত পুড়ছে রাজ্যবাসীর। বাজারে উল্লেখযোগ্য ভাবে দাম বেড়েছে লঙ্কার, বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। টমেটো, বেগুন, করোলা, উচ্ছে সব ১০০টাকা পার করেছে।

শনিবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে সেই টাস্ক ফোর্স বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছে, টোম্যাটো, করলা, পটল, বেগুন, ঢেঁড়সের মতো আনাজের সুফল বাংলা বিপণিতে অন্তত ২০-২৫ শতাংশ কম দামে বিকোবে। খুচরো বাজারে টোম্যাটোর দাম কেজি প্রতি ৯৯ টাকা। সুফল বাংলায় তা মিলবে ৮৯ টাকায়।

বাজারে কিলো প্রতি ৭৮ টাকায় বিক্রি হচ্ছে করলা। তা মিলবে ৬৫ টাকায়। পটলও কেজি প্রতি ৫ টাকা কমে পাওয়া যাবে। সুফলে বেগুনও কেজি প্রতি ৮০ টাকার পরিবর্তে ৭০ টাকায় মিলবে। ঢেঁড়সের দামও কেজি প্রতি ১৫ টাকা কমে পাওয়া যাবে ৪৫ টাকায়।

এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীও। তারই নির্দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে রবিবার থেকে বাজারে বাজারে ঘুরছে নবান্নর টাস্ক ফোর্স।

সুফল বাংলার মাধ্যমে নির্ধারিত মূল্যে আমজনতার কাছে সবজি পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। সুফল বাংলার স্টল যাতে সকল গুরুত্বপূর্ণ বাজারে রাখা যায় সে ব্যাপারে আলোচনা চলছে। নবান্ন মনে করছে বাজারগুলিতে টাস্ক ফোর্স গেলে সবজির দাম কিছুটা হলেও কমানো সম্ভব হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পুজোতেও কি চলবে বৃষ্টি! উত্তর থেকে দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?
FacebookWhatsAppEmailShare
মমতার দাবি মেনে বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি কেন্দ্রের
FacebookWhatsAppEmailShare
তিলোত্তমার ময়নাতদন্তে ত্রুটি নেই, জানালো এইমস
FacebookWhatsAppEmailShare