পরিবহণ বিভাগে ফিরে যান

গাড়ির গতি মাপতে নিউটাউনে ক্যামেরা

জুন 30, 2023 | < 1 min read

নিউ টাউনের বিশ্ব বাংলা সরণিতে একের পর এক দুর্ঘটনায় হুঁশ ফিরল প্রশাসনের। শুরু হয়েছে বেপরোয়া গাড়ির গতি কমানোর তৎপরতা। ‘অবাধ্য’ চালকদের নিয়ন্ত্রণে আনতে ওই রাস্তায় গতি মাপার ক্যামেরা বসানোর প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ট্র্যাফিক আইন লঙ্ঘন করলে কিংবা অতিরিক্ত গতিতে গাড়ি চালালে অভিযুক্ত চালককে স্বয়ংক্রিয় ভাবে জরিমানা করা যায়।

কলকাতার বহু গুরুত্বপূর্ণ মোড়ে এই ধরনের ক্যামেরা বসানো রয়েছে। ই এম বাইপাসেও বসেছে এমন ক্যামেরা। এইসব রাস্তায় অতিরিক্ত গতিতে গাড়ি চালালে কিংবা অন্য কোনও ট্র্যাফিক আইন ভাঙলে সেই ছবি ক্যামেরায় ধরা পড়ে এবং চালকের কাছে পৌঁছে যায় জরিমানার বার্তা।

নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (NKDA) উদ্যোগে বিশ্ব বাংলা গেট থেকে অ্যাকশন এরিয়া-৩ এর মধ্যে পরীক্ষামূলক ভাবে বসানো হয়েছে বেশ কয়েকটি ক্যামেরা। যদিও কবে থেকে এই ব্যবস্থা চালু হবে, তা নিয়ে পুলিশ বা NKDA নির্দিষ্ট ভাবে কিছু জানাতে পারেনি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মেট্রো প্রকল্পের কাজের জন্য ময়দানে নতুন করে গাছ কাটা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
অতিরিক্ত একজোড়া মেট্রো, কাল থেকে শুরু পরিষেবা
FacebookWhatsAppEmailShare
FASTag-এর দিন শেষ? টোল ট্যাক্স দেওয়ার নিয়মে বদল
FacebookWhatsAppEmailShare