খেলাধুলা বিভাগে ফিরে যান

বিশ্বকাপ ঘোষণার পরই আহমেদাবাদের হোটেলের ভাড়া ৫০ হাজার

জুন 29, 2023 | < 1 min read

বিশ্বকাপের সূচি ঘোষণার পর এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে আহমেদাবাদের হোটেলের ভাড়া। বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচের সময়ে হোটেলের বুকিং ছ্যাঁকা দিতে পারে ক্রিকেটপ্রেমীদের। একটি ল্যাক্সারি হোটেলে কেবল একরাত থাকার দাম ছুঁয়েছে ৫০ হাজার। সাধারণত সেই হোটেলে একরাতের মূল্য থাকে ৬,৫০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যেই।

আহমেদাবাদে হতে চলেছে মোট পাঁচটি ম্যাচ। উদ্বোদনী ম্যাচ ৫ অক্টোবর, মুখোমুখি ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। ১৫ অক্টোবর মেগা ম্যাচ ভারত আর পাকিস্তানের মধ্যে পাকিস্তানের মধ্যে। ৪ নভেম্বর, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া। ১০ নভেম্বর মোতেরাতে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান। ১৯ নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে ফাইনাল ম্যাচ।

ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে যথারীতি আগ্রহ তুঙ্গে মানুষের মধ্যে। ১৩ থেকে ১৬ অক্টোবর তারিখের বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আকাশ ছুঁয়েছে হোটেল ভাড়া। ভারত ফাইনালে পৌঁছালে সেই ভাড়া কোথায় পৌঁছাবে বলতে পারছেন না হোটেল মালিকরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি২০ সিরিজ়ের দল ঘোষিত
FacebookWhatsAppEmailShare
ঋষভ পন্থের মতন ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে তরুণ ভারতীয় ক্রিকেটার
FacebookWhatsAppEmailShare
আইপিএল নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত বিসিসিআইয়ের
FacebookWhatsAppEmailShare