খাওয়া দাওয়া বিভাগে ফিরে যান

চড়া দামের ইলিশ নয়, সস্তার পমফ্রেটে মজেছে বাঙালি

জুন 29, 2023 | < 1 min read

Courtesy : Flicker

রাজ্যে বর্ষা এসে গেছে। খিচুড়ি আর মাছ ভাজায় মজেছে বাঙালি। বাঙালির মন ইলিশ পাতে তুলতে চাইলেও বাজারে এখনও রয়েছে গত মরসুমের বাসি হিমঘরের ইলিশ। এই মরসুমের ইলিশ পাতে পৌঁছাতে এখনও অপেক্ষা করতে হবে বেশ কয়েকটা দিন। চড়া দামে হিমঘরের শক্ত ইলিশ না কিনে অপেক্ষাকৃত সস্তায় টাটকা পমফ্রেটে ঝুঁকেছেন বাংলার ভোজনরসিকরা।

কলকাতায় সাধারণত সারা বছরই ১০০ গ্রাম থেকে ৩০০ গ্রামের পমফ্রেট ৩৫০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হয় বিভিন্ন বাজারে। গত মাসে ৩০০ গ্রামের পমফ্রেট কলকাতায় ৭৫০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হলেও, বর্তমানে ওই দাম প্রায় ৩০-৩৫ শতাংশ কমেছে। পাশাপাশি, ১০০-১৫০ গ্রামের পমফ্রেট ৩৫০-৪০০ টাকার পরিবর্তে ২০০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লগ্নি টানতে বিশেষ উদ্যোগ, আগামী মাসেই ‘ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল’
FacebookWhatsAppEmailShare
নাহুমস-এ বন্ধ চিকেনের পদ
FacebookWhatsAppEmailShare
চিংড়ি মাছের মালাইকারির বিশ্বজয়
FacebookWhatsAppEmailShare