কলকাতা বিভাগে ফিরে যান

রাতভর বৃষ্টি কলকাতায়

জুন 28, 2023 | < 1 min read

Image Source: PTI

গতকাল (মঙ্গলবার) রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টি। কখনও একটু কমছে, তবে পরক্ষণেই ফের বাড়ছে।

টানা ৮-৯ ঘণ্টার বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন মহানগর সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার রাস্তাঘাট। ইতিমধ্যেই ভোগান্তি শুরুস্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে চাকরিজীবীদের (weather report)।

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট একটি নিম্নচাপের্ কারণেই এই বৃষ্টি। আজও (বুধবার) দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও।

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সমুদ্র উত্তল থাকার কারণে মৎস্যজীবীদেরও মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা।

আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অভয়ার বিচার চাওয়া প্রতিবাদীর অ্যাকাউন্টে ১.৭ কোটি, ঠিকানা আর জি কর হস্টেল
FacebookWhatsAppEmailShare
দুর্গাপুজোয় বই বিক্রিতেও আবারো শূন্য সিপিএম
FacebookWhatsAppEmailShare
শিয়ালদহ ESI হাসপাতালে আগুন
FacebookWhatsAppEmailShare