দেশ বিভাগে ফিরে যান

দেশের জন্য প্রাণ দেননি, তাই বাদ নেহরু

জুন 27, 2023 | < 1 min read

ভারতের ৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্বের তালিকা থেকে বাদ পড়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এমনকি উত্তরপ্রদেশ বোর্ডের নয়া পাঠ্যক্রমে নেই ড. রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণনও। তবে স্বমহিমায় রয়েছেন বিনায়ক দামোদর সাভারকর।

যোগীরাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষামন্ত্রী গুলাবি দেবীকে প্রশ্ন করা হলে তার সাফ জবাব, “নেহরু বাদ পড়েছেন, কারণ ভারতের প্রথম প্রধানমন্ত্রী দেশের জন্য প্রাণ দেননি।” তাহলে কি যুক্তিতে সাভারকর আছেন তালিকায়? মেলেনি উত্তর।

মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের অন্যতম গুরুত্বপূর্ণ অভিযোগ শিক্ষায় গেরুয়াকরণ। ইতিমধ্যে NCERT মাধ্যমের বোর্ডগুলির পাঠক্রমের ‘ভার হালকা করতে’ ইতিহাস বই থেকে মুছে গেছে মুঘল শাসনকাল। সেই বিতর্কের মধ্যে শিরোনামে উত্তরপ্রদেশ বোর্ডের পাঠ্যক্রম। ২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের সময় এক সংকল্পপত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলেছিল বিজেপি। সেই সূত্রেই নতুন শিক্ষাবর্ষে ৫০ জন ব্যক্তিত্বের তালিকা তৈরি করা হয়েছে, আর বাদ পরেছেন নেহরু।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare