দেশ বিভাগে ফিরে যান

অসমের বন্যায় জলের তলায় ৪৪৪টি গ্রাম

জুন 22, 2023 | < 1 min read

সৌজন্যে : আনন্দবাজার

অসমের বন্যায় পরিস্থিতি উদ্বেগজনক। এই মুহূর্তে ৪৪৪টি গ্রাম তলিয়ে গেছে জলের তলায়। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩০ হাজারেরও বেশি বাসিন্দা। জলমগ্ন হয়েছে সে রাজ্যের ১০টি জেলার বিভিন্ন এলাকা। গত কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে এই প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে অসমে।

অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানা যাচ্ছে, চিরাং, দরং, ধেমাজি, ধুবড়ি, ডিব্রুগড়, কোকরাঝাড়, লখিমপুর, নলবাড়ি, সন্তিপুর, উদালগুড়ি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লখিমপুর জেলায়। সেখানেই ২২ হাজারের বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। মোট ৪৭৪১.২৩ হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare