বাংলা বিভাগে ফিরে যান

কালো মেঘে ঢেকেছে কলকাতা, বর্ষা এলো?

জুন 18, 2023 | < 1 min read

সকাল থেকেই আকাশের মুখ ভার। কয়েক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও অস্বস্তি এখনও কাটেনি।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গতকাল থেকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আর কয়েকদিনের অপেক্ষার পরই বর্ষার আগমনও ঘটবে দক্ষিণে।

তবে তার আগে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কা জারি হল জেলায় জেলায়। যদিও এরই মাঝে আবার স্বস্তির বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।

আগামী ২-৩ দিন এই অস্বস্তিকর পরিবেশ চলবে। বুধবারের পর থেকে কিছুটা আশার খবর পাওয়া যাচ্ছে।

আজ সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, ১৯ জুন অর্থাৎ সোমবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা (Monsoon Update) রয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare