বাংলা বিভাগে ফিরে যান

নিট পরীক্ষা ২০২৩: প্রথম ২০ তে বাংলার ৩ জন

জুন 14, 2023 | < 1 min read

NExT Exam for MBBS: NMC Latest Updates, Exam Dates, Syllabus, Pattern

প্রকাশিত হয়েছে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা ‘নিট ইউজি ২০২৩’-এর রেজাল্ট। মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে, প্রথম তামিলনাড়ুর প্রবঞ্জন জে ও অন্ধ্রপ্রদেশের বোরা বরুণ চক্রবর্তী (৯৯.৯৯%)। ৭২০ নম্বরের মধ্যে ৭২০-ই পেয়েছেন দু’জনে। তৃতীয় তামিলনাড়ুর কৌস্তভ বাউরি, তাঁর প্রাপ্ত নম্বর ৭১৬।

মেধা তালিকার প্রথম কুড়ি জনের মধ্যে রয়েছেন বাংলার তিনজন। সায়ন প্রধান (র‌্যাঙ্ক ১২), ভাস্কর কুমার (র‌্যাঙ্ক ১৭) এবং অর্ণব পতি (র‌্যাঙ্ক ১৯)। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৭১৫।

মেধা তালিকায় সবথেকে বেশি পড়ুয়া (মোট চারজন) তামিলনাড়ুর বাসিন্দা। সেই নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা।

গত ৭ মে দেশ ও দেশের বাইরে মোট ৪ হাজার ৯৭টি কেন্দ্রে আয়োজিত হয়েছিল নিট ইউজি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare