খেলাধুলা বিভাগে ফিরে যান

১৮ মাস জাতীয় দলের বাইরে থেকেও এগোলেন রাহানে

জুন 15, 2023 | < 1 min read

কয়েকদিন আগেই বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হয়েছে। ভারতকে হারিয়ে টেস্ট ওয়ার্ল্ড কাপ জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনাল শেষ হওয়ার পর আইসিসি প্রকাশ করল টেস্টের নতুন ব়্যাঙ্কিং। ফাইনালে দুরন্ত পারফরম্যান্সের সুফল পেলেন অজিঙ্ক রাহানে।

১৮ মাস জাতীয় দলের বাইরে থাকার পর টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন রাহানে। প্রত্যাবর্তন ম্যাচেই দুরন্ত পারফরম্যান্সে নজর কাড়েন রাহানে, প্রথম ইনিংসে ৮৯ রান করেন, ৪৬ রান করেন দ্বিতীয় ইনিংসেও। এর সুবাদে আইসিসি ব়্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ৩৭ নম্বরে পৌঁছেছেন রাহানে।

অপরদিকে, ওভালে প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকিয়ে ব্যাটারদের তালিকায় ৯৪ নম্বরে শার্দুল ঠাকুর। ভারতীয় দলের রোহিত শর্মা ও বিরাট কোহলি রয়েছেন যথাক্রমে ১২ ও ১৩ নম্বরে। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থেকেও ১০ নম্বরে রয়েছেন ঋষভ পন্থ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আইএসএলের প্রথম ডার্বি, একজোট ঘটি-বাঙাল
FacebookWhatsAppEmailShare
আইপিএলে চাকরি হারালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
FacebookWhatsAppEmailShare
চোট-বিধ্বস্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয়ের আশায় ভারত
FacebookWhatsAppEmailShare