দেশ বিভাগে ফিরে যান

হরিয়ানায় জয় কৃষকদের

জুন 14, 2023 | < 1 min read

ফসলের ন্যায্য সহায়ক মূল্যের দাবিতে হরিয়ানার ডবল ইঞ্জিন বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছিলেন কৃষকরা। জাতীয় সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সবকিছুর পর শেষ পর্যন্ত জয় হল কৃষকদের।

কৃষকদের অভিযোগ, সরকার ন্যায্য সহায়ক মূল্য না দেওয়ায় সূর্যমুখী বীজ চাষ করে তাদের লোকসান হয়েছে। প্রসঙ্গত, হরিয়ানার ৩৬,৪১৪ একর জমিতে সূর্যমুখীর চাষ হয়। গত বছরই হরিয়ানার বিজেপি সরকার জানিয়েছিল, ন্যায্য সহায়ক মূল্যের কমে সূর্যমুখী চাষিরা তাঁদের ফসল বিক্রি করলে সরকার ক্ষতিপূরণ দেবে। সেক্ষেত্রে প্রতি কুইন্টাল ফসলে ১ হাজার টাকা ক্ষতিপূরণ পাবেন কৃষকরা।

অবশেষে গতকাল রাত্রে হরিয়ানা সরকার সূর্যমুখী বীজের ন্যায্য সহায়ক মূল্যে দিতে রাজি হয় এবং কৃষকরা তারপর আন্দোলন প্রত্যাহার করে নেন। কৃষকদের দাবি মেনে কুইন্টাল প্রতি ৬৪০০ টাকা কেজি দরে সূর্যমুখী বীজ কেনার কথা ঘোষণা করে সরকার। এরপর চণ্ডীগড়-দিল্লি জাতীয় সড়ক-সহ বিভিন্ন রাস্তার উপর থেকে অবরোধ তুলে নিয়েছেন তারা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

একাধিক পণ্যের উপর GST-তে রদবদল
FacebookWhatsAppEmailShare
মহারাষ্ট্রের নির্বাচনে প্রথম পর্বে ৯৯ জন প্রার্থীর তালিকা ঘোষণা করল বিজেপি
FacebookWhatsAppEmailShare
হাসপাতালে ঘুম ভাঙিয়ে নেওয়া হল OTP, অজান্তে বিজেপি সদস্য হলেন ৩৫০ রোগী!
FacebookWhatsAppEmailShare