রাজনীতি বিভাগে ফিরে যান

কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটের নির্দেশ হাইকোর্টের

জুন 13, 2023 | < 1 min read

পঞ্চায়েত ভোট নিয়ে জনস্বার্থ মামলার রায় ঘোষণার দিন ছিল আজ। বিকেল ৫টা নাগাদ আদালত এই মামলার রায় ঘোষণা করে।

আদালতের নির্দেশাবলী:

১। ভয়মুক্ত পরিবেশে ভোট করানো উচিত। কমিশনের উচিত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেহেতু রাজ্য পুলিশের ঘাটতিও রয়েছে। কেন্দ্র সরকারের উচিত রাজ্য যা বাহিনী চাইবে তা দেওয়ার।

২। মনোনয়নের সময়সীমা নিয়ে আদালত কোনও মতামত দেবে না।

৩। চুক্তিভিত্তিক কর্মী এবং এনসিসি ছেলেদের চতুর্থ পোলিং অফিসারের পরবর্তী কোনও পদে কাজে লাগাতে পারে রাজ্য।

৪। স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত কমিশনের।

৫। কেন্দ্রীয় বাহিনীর খরচ রাজ্য দেবে না। কেন্দ্রকেই দিতে হবে।

৬। ৭টি স্পর্শকাতর জেলায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নামাতে নির্দেশ। তালিকায় রয়েছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, বীরভূম মুর্শিদাবাদ এবং জলপাইগুড়ির নাম। 

৭। ভোটে সিভিক ভলান্টিয়ার ব্যবহার না করাই ভাল।

৮। যে সমস্ত বুথে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন, তা বজায় থাকবে। তবে, এলাকার রাস্তায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজেও নজর রাখতে হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

হুঁশিয়ারি দিয়ে কাজে ফিরলেন জুনিয়ার ডাক্তাররা, ডেডলাইন পেরোলেই আজ থেকে আমরণ অনশন
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare