বাংলা বিভাগে ফিরে যান

ব্যাট-বল নয়, ৫০০ উইকেট বিক্রি ডোমকলে!

জুন 13, 2023 | < 1 min read

খেলা হবে! কিন্তু, এই গরমে? না তাও হবে। কি খেলা হবে? কেন, ক্রিকেট! কিন্তু, ব্যাট-বল? ও উইকেট হলেই হবে!

এটা নিশ্চয় একটা কাল্পনিক কথোপকথন, কিন্তু ঠিক এমনটাই ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। গোটা ডোমকল মহকুমায় প্রায় সাড়ে ৫০০ উইকেট বিক্রি হয়েছে দিন কয়েকের মধ্যে। উইকেই বিক্রি হলেও কেউ কিনছেনা ব্যাট-বল।

কিন্তু উইকেট কি যাচ্ছে খেলার মাঠে? তা জানা নেই কিন্তু পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূল ও বাম-কংগ্রেসের সংঘর্ষে অনেকের হাতেই দেখা গেছে উইকেট। অনেকে বিদ্রুপ করে বলেন, নির্বাচনে ডোমকলে অশান্তি হওয়ার থেকে পৃথিবীর ঘূর্ণন থেমে যাওয়ার আশঙ্কা বেশি। মাত্র কয়েক দিনে ৫০ টাকার উইকেট ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে এবং হচ্ছে। পুলিশ জানাচ্ছে, যার হাতেই লাঠি বা উইকেট দেখা যাচ্ছে, তাকেই গ্রেফতার করা হচ্ছে।

যতদিন এগোবে, তত বোঝা যাবে ‘খেলা’-টা খেলার মাঠে না ভোটের মাঠে খেলা হচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare