রাজনীতি বিভাগে ফিরে যান

২০২৪-এ একজোটে বিজেপিকে পরাস্ত করার অঙ্গীকার বিরোধীদের

জুন 7, 2023 | 2 min read

আজ পাটনায় বসেছিল বিরোধীদের বৈঠক। বিজেপি বিরোধী এই বৈঠকে ১৫টি দলের শীর্ষ নেতানেত্রীরা হাজির ছিলেন। আগামী ১০ বা ১২ জুলাই সিমলায় (Shimla) হবে বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক।

বৈঠক শেষের পরই তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন টুইট করে জানান “এটা সবে শুরু।”

বৈঠক শেষে সকলে একত্রিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন।

মিটিং শেষে কংগ্রেসের বক্তব্য: আগামী ১০/১২ জুলাই সিমলায় বিরোধী বৈঠক হওয়ার কথা। বিজেপিকে হঠানোর লক্ষ্যে সবাই একসাথে লড়াই করবো আমরা। সব রাজ্যের ক্ষেত্রে একই নয়, আলাদা স্ট্র্যাটেজি করতে হবে। আমরা একজোট হয়ে ভোটে লড়বো। ২০২৪ এ বিজেপিকে ক্ষমতাচ্যুত করাই আমাদের লক্ষ্য। গণতন্ত্রের ওপর হামলা হচ্ছে।

মিটিং শেষে মমতা বন্দ্যোপাধ্যায়: তিনটি জিনিসের ওপর আমরা নজর দিচ্ছি। আমরা এক। আমরা একসাথে লড়বো। আমাদের বিরোধী বলবেন না, আমরা দেশবাসী, দেশপ্রেমী আমরাও, বিজেপি যে রাজত্ব চালাচ্ছে তা বন্ধ করতে হবে। নিজের ইচ্ছেমতো চলছে। প্রতিবাদ করলেই সিবিআই ইডি লাগিয়ে দিচ্ছে। সাধারণের জন্য চিন্তা করে না গরীবরা, ১০০ দিনের টাকা, রাস্তার টাকা দিচ্ছে না, অর্থনীতি ধসে যাচ্ছে, মানুষের রোজগার বন্ধ হচ্ছে সেদিকে নজর নেই বিজেপির। বিজেপির কালো কানুন এর বিরুদ্ধে আমরা লড়াই করবো। রাজনৈতিক কুৎসার বিরুদ্ধে আমরা একজোট হয়ে লড়াই করবো।

তবে জোটের মঞ্চে তাল কাটল আম আদমি পার্টির। তারা জানিয়েছে, কংগ্রেস আমলা অর্ডিন্যান্সের বিরোধিতা না করলে তারা কোন জোটে সামিল হবেন না।

https://twitter.com/AamAadmiParty/status/1672204323252768773


নীতীশ কুমার: আগামীদিনে আমরা একসঙ্গে লড়াই করব। সর্বসম্মতিক্রমে তা ঠিক করা হয়েছে। সকলেই মনে করছেন ২০২৪-এর লোকসভা নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াই করা বাঞ্ছনীয়।আগামীদিনে আরও আলোচনা হবে। সিমলায় আরও একটি মেগা বৈঠক হবে বিরোধীদের। সেই বৈঠক ডাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

মেহবুবা মুফতি: গান্ধীর দেশকে গডসের দেশ হতে দেব না

লালু প্রসাদ: ভগবান হনুমান কর্ণাটকে তার গদা দিয়ে বিজেপিকে আঘাত করে কংগ্রেসকে জয়ী করেছিলেন। ভগবান হনুমান বিরোধীদের সাথে ছিলেন এবং এটা নিশ্চিত যে বিজেপি আসন্ন নির্বাচনে পরাজিত হবে।

উদ্ধব ঠাকরে: যারা দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে আক্রমণ করবে এবং স্বৈরাচার প্রতিষ্ঠার চেষ্টা করবে আমরা সবাই তার বিরোধিতা করব।

ডি রাজা: হারিয়ে যাওয়ার আগে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে এবং পুনরুদ্ধারের জন্য, আমরা সবাই সহমত হয়েছি – আগামী নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে হবে।

ওমর আব্দুল্লা: এটা ক্ষমতার লড়াই নয়, মূল্যবোধ ও আদর্শের লড়াই। হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী গণতন্ত্রের কথা বলছেন, শুনে ভালো লাগলো। তাহলে জম্মু ও কাশ্মীরে গণতন্ত্র না থাকার কারণ কী?

জোট বৈঠকে যে সব দল উপস্থিত থাকলেন:

১) কংগ্রেস: সভাপতি মল্লিকার্জন খাড়গে, রাজ্যসভা সাংসদ কেসি ভেনুগোপাল, রাহুল গান্ধী

২) তৃণমূল: সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়, ফিরহাদ হাকিম, ডেরেক ও’ব্রায়েন

৩) এনসিপি: সভাপতি শরদ পওয়ার, সুপ্রিয়া সুলে, প্রফুল্ল প্যাটেল

৪) শিবসেনা (ইউবিটি): প্রধান উদ্ধভ ঠাকরে, আদিত্য ঠাকরে, সঞ্জয় রাউত

৫) সমাজবাদী পার্টি: প্রধান অখিলেশ যাদব

৬) আম আদমি পার্টি: অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান, রাঘব চাড্ডা, সঞ্জয় সিং

৭) সিপিআই (এম): সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

৮) ডিএমকে : প্রধান এমকে স্ট্যালিন

৯) পিডিপি: মেহবুবা মুফতি

১০) ন্যাশনাল কনফারেন্স: ওমর আবদুল্লা

১১) ঝাড়খণ্ড মুক্তি মোর্চা: হেমন্ত সোরেন

১২) আরজেডি: লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব, মনোজ ঝা

১৩) জেডি (ইউ)- নীতীশ কুমার, লালন সিং

১৪) সিপিআই: ডি রাজা

১৫) সিপিআই (এমএল)- দীপঙ্কর ভট্টাচার্য

মহাবৈঠকে অনুপস্থিত: কেসি আর-এর বিআরএস, রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)

ডাকা হয়নি: বিএসপি- মায়াবতীর দলকে


FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

হুঁশিয়ারি দিয়ে কাজে ফিরলেন জুনিয়ার ডাক্তাররা, ডেডলাইন পেরোলেই আজ থেকে আমরণ অনশন
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare