দেশ বিভাগে ফিরে যান

মণিপুরে শান্তি না ফিরলে পদক ফেরাবেন মীরাবাই সহ ১১ ক্রীড়াবিদ

মে 31, 2023 | < 1 min read

সাক্ষী মালিক বজরং পুলিয়ার পর এবার পদক ফেরানোর হুঁশিয়ারি দিলেন মীরাবাঈ চানু। তব্যে ইস্যু মনিপুরের অশান্তি।

অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু (Mirabai Chanu)-সহ ১১জন খেলোয়াড় গতকাল মণিপুরের (Manipur) হিংসা নিয়ে সরব হয়েছেন। এই মর্মে তারা দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিয়ে জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব মণিপুরে শান্তি ফেরান নাহলে তারা সমস্ত পুরস্কার ও পদক ফিরিয়ে দেবে।

মণিপুরে শান্তি ফেরানোর আরজি জানিয়ে আট দফা দাবিতে চিঠি লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে।

২০২০ সালের টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে রুপো জিতেছিলেন মণিপুরের মীরাবাই চানু। এই তালিকায় রয়েছেন, পদ্ম সম্মানজয়ী ভারোত্তোলক কুঞ্জরানি দেবী, ভারতীয় মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বেম বেম দেবী, বক্সার সরিতা দেবীরাও।

সমবেত এই চিঠিতে লেখা হয়েছে, হিংসার জেরে বন্ধ রয়েছে একাধিক জাতীয় সড়ক, যার ফলে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করার আর্জি জানিয়েছেন ক্রীড়াবিদরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare