কলকাতা বিভাগে ফিরে যান

বাড়ছে মেট্রো যাত্রার খরচ

মে 31, 2023 | < 1 min read

মূল্যবৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত। এরই মাঝে দাম বাড়ছে মেট্রো স্মার্ট কার্ডের।

আগামী বৃহস্পতিবার থেকে বাড়ছে স্মার্ট কার্ডের দাম। কার্ডের ঘাটতি এবং যাত্রীদের সঠিক ভাড়া নেওয়ার ক্ষেত্রে অক্ষমতার কারণে, এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

স্মার্ট কার্ডের ন্যূনতম মূল্য ৩০ টাকা বাড়ছে। বর্তমান দাম ১২০ টাকা। ১ জুন থেকে এই দাম বেড়ে হবে ১৫০ টাকা ।

স্মার্ট কার্ডের সিকিউরিটি ডিপোজিটের অঙ্ক একই থাকছে (৮০ টাকা)। কিন্তু রাইডের মূল্য এক্ষেত্রে ৪০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা হয়ে যাবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ স্মার্ট কার্ডের এই রাইড ভ্যালুতে ১০% ভ্যালু যোগ করেছে।

এখন থেকে যদি একজন মেট্রো যাত্রীকে ১৫০ টাকা খরচ করে একটি স্মার্ট কার্ড কিনতে হবে। এই ১৫০ টাকার মধ্যে কার্ডের রাইড ভ্যালু বাবদ ৪৪ টাকার পরিবর্তে ৭৭ টাকা পাওয়া যাবে। ১ জুন থেকে স্মার্ট কার্ডের দাম বাড়লেও কার্ডের রিচার্জের মান বা তার অঙ্ক অপরিবর্তিতই থাকবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare
কর্মবিরতি আংশিক প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের
FacebookWhatsAppEmailShare
বিচার চাইতে গিয়ে নিজেদের দায়-দায়িত্ব-শপথ সব ভুলে গেছেন জুনিয়র চিকিৎসকরা?
FacebookWhatsAppEmailShare