খেলাধুলা বিভাগে ফিরে যান

ইম্প্যাক্ট হিসাবেই থাকুক ধোনির ইম্প্যাক্ট আগামী আইপিএলে

মে 25, 2023 | 2 min read

ইম্প্যাক্ট হিসাবেই ধোনির ইম্প্যাক্ট থাকুক, রিটায়ারমেন্টের প্রয়োজন নেই এমনটাই মনে করেন চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়েন ব্রাভো

আইপিএলের শুরু থেকেই ক্রিকেট মহলে একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে এটি নাকি ক্যাপ্টেন কুলের শেষ আইপিএল। কিন্তু সময় সময়ে ধোনি বা বাকি কিছু প্রাক্তনদের কথায় সে বিষয়ে ধোঁয়াশার সৃষ্টিও হয়েছে। ফ্যান হোক বা কিংবদন্তি গাভাস্কার কেউই চাননা ধোনি অবসর নিক

সেই প্রসঙ্গে আগেরদিন ম্যাচ শেষে ডোয়েন ব্রাভো বলেন –

“অবশ্যই পরের বছর ও খেলবে। বিশেষত যেখানে ইমপ্যাক্ট প্লেয়ারের মতো একটা নিয়ম রয়েছে। এতে ক্রিকেটজীবন আরও বেশি এগিয়ে নিয়ে যেতে ওর সুবিধা হবে। ও ব্যাটিং অর্ডারে অনেক নিচের দিকে নামে। এমনিতেই অজিঙ্ক রাহানে, শিবম দুবেরা ম্যাচে পার্থক্য গড়ে দিচ্ছে। তাই এমএসের বেশি দরকার হচ্ছে না। কিন্তু চাপের মুহূর্তে দলকে শান্ত রাখার মতো ক্ষমতা ওর থেকে ভাল এই মুহূর্তে কারও নেই।”

উল্লেখ্য, গুজরাতকে হারানোর পরে ধোনিকে সঞ্চালক হর্ষ ভোগলে প্রশ্ন করেন,

‘‘এ বারই কি শেষ চেন্নাইয়ের জার্সিতে তোমাকে দেখা যাচ্ছে?’’ জবাব ধোনি হেসে বলেন, ‘‘প্রশ্নটা হওয়া উচিত আমাকে আর চেন্নাইয়ের মাঠে খেলতে দেখা যাবে কি না।’’

উত্তরে মাহি জানান ‘‘আমি জানি না পরের বছর ফিরব কি না। এখনও সিদ্ধান্ত নেওয়ার জন্য ৮ থেকে ৯ মাস সময় আছে। তা হলে এখন থেকে কেন চিন্তা বাড়াব?’’

সাথে তিনি আরও বলেন যে

‘‘ডিসেম্বরে আবার মিনি নিলাম আছে। আমি সাধারণত জানুয়ারি মাস থেকে আমার প্রস্তুতি শুরু করি। এখন অন্য কোথাও খেলি না বলে সময় বেশি লাগে। সেই কারণে এখন এত কিছু ভাবতে চাইছি না।’’

তার বক্তব্যে তিনি এটাও জানিয়েছেন খেলোয়াড় হিসাবে মাঠে না থাকলেও চেন্নাই সুপার কিংসের সাথে তিনি সর্বদা আছেন।

এবার অপেক্ষা পরেরবারের আইপিএলের

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare
কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?
FacebookWhatsAppEmailShare